সিদ্ধিরগঞ্জের মৌচাক মিজমিজি মাদ্রাসার রোড এলাকায় ৮০ লক্ষ টাকা ভুলে একাউন্টে চলে আসে। পরে টাকা ফেরত দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মৃত হাজী সাহাব উদ্দিনের ছেলে হাজী মোঃ আবদুল কালাম।
গত ২৪ আগস্ট আনুমানিক রাত্রে ২ ঘটিকার সময় তার একাউন্টের ভুলে টাকা চলে আসার পর এই ঘটনাতে আলোড়ন সৃষ্টি হয়। এলাকায় এ বিষয় হাজী আবুল কালাম বলেন,গত ২৪ আগস্ট বুধবার অন্য একাউন্ট থেকে আমার একাউন্টে ৮০লক্ষ টাকা চলে আসে৷ পরে যে টাকার মালিক সে আমাকে মোবাইলে ফোন দিয়ে বলেন,ভাই আপনার একাউন্টে ভুল বশত আপনার একাউন্টে ৮০লক্ষ টাকা চলে আসে।পরে আমি চেক করে দেখি আমার একাউন্টে টাকা এসেছে। আমি তাকে ফোন করে বলছি ভাই আপনি টেনশন করবেন না আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব ১পয়সা ও নড়চর হবে না ইনশাল্লাহ,এ এ কথা বলায় সে বিশ্বাস করে না! তারপর আমি আমার মা কে দিয়ে কথা বলিয়া দিয়েছি।
পরের দিন বৃহস্পতিবার দুপুর ১২ টায় উনি আমাকে অন্য আরেকটা একাউন্ট দেন এবং আমি আমি তার দেয়া সেই একাউন্টে টাকা ফেরত দিয়েছি। ফেরত দেয়ার পূর্বে উনি আমাকে দুই লক্ষ টাকা রেখে বাকি টাকা ফেরত দিতে বলেন। আমি তাকে বলি ভাই আপনি দুই লক্ষ টাকা রেখে দেন,আমি এ টাকা নিতে পারবো না ,এটি আপনার টাকা যদিও ভুল বশত আমার একাউন্টে এসেছে এটি আমার কাছে আমানত সরূপ,আমার নৈতিক দ্বায়িত্ব আপনার আমানত আপনাকে যথাযথ ফেরত দেয়া,আমি সেটাই করেছি। তার এই মহৎ কাজের ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ,বিভিন্ন জায়গা থেকে হাজী মোঃআবুল কালামকে উষ্ণ সম্ভর্ধনা দিতে আসে । তার উদারতা ও মহত্যের জন্য সবাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়,তার এই কাজের থেকে নতুন প্রজন্মের মানুষ সৎ শিক্ষা ও অনুপ্রেরণা পাবে বলে জানিয়েছেন স্থানিয়রা ।