সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় দীর্ঘ ৯ বছর প্রবাসে ফেরারী জীবন কাটিয়ে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে এসে জনসাধারনের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন আদমজী সোনামিয়া বাজার বণিক সমিতির সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ খাঁন (গুলু মেম্বার)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে গোলাম মোহাম্মদ খাঁন (গুলু মেম্বার) আদমজী সোনামিয়া বাজারে পৌছলে শত শত অপেক্ষমান জনতা তাকে ফুলের পাপড়ি ছিটেয়ে অভিনন্দন জানায়। এসময় শ্লোগানে শ্লোগানে সোনামিয়া বাজার এলাকাটি মুখরিত হয়ে উঠে।
এসময় গোলাম মোহাম্মদ খাঁন (গুলু মেম্বার) উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যে বলেন, আমি একটি মিথ্যা মামলার কারণে দীর্ঘ ৯ বছর আপনাদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। আপনাদের ভালবাসা থেকে অনেকদিন বঞ্চিত ছিলাম। আজ আপনাদেরকে কাছে পেয়ে সত্যিই আমি আনন্দিত। আপনাদের দোয়ার কারণে আল্লাহ আজ আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। আমি সুখে দু:খে আপনাদের পাশে থেকে বাকিটা জীবন কাটাতে চাই।
এছাড়াও তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজ শামীম ভাইয়ের সার্বিক সহযোগিতায় আইনী লড়াই করে আমি এলাকায় ফিরে আসতে পেরেছি। আমি আমার অন্তরের অন্তস্থল থেকে শামীম ভাইকে শ্রদ্ধা জানিয়ে আজীবন তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং শামীম ওসমানের জন্য সবার কাছে দোয়া চান।
এসময় উপস্থিত ছিলেন, আদমজী সোনামিয়া বাজার বণিক সমিতির সভাপতি সাঈদুল হক সাঈদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, অর্থ সম্পাদক জামান, নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সবুজ শেখ, টিপু গাজী, মিজানুর রহমান খাঁন রিপন, জাহাঙ্গীর, আইলপাড়া এলাকার নাসির উদ্দিন, সাবেক শ্রমিক নেতা রেহান উদ্দিনের ছেলে মিন্টু, আদমজী বিহারী ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত, আইলপাড়া এলাকার হামিদ খান, আক্তার খান, নতুন বাজার এলাকার ইসমাঈল হোসেন, এসও রোড এলাকার শ্রমিক নেতা ইসমাঈলসহ ৬নং ও ৭নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
সংবাদ শিরোনাম ::
দীর্ঘ ৯ বছর পর এলাকায় ফিরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন গুলু মেম্বার
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- ৩০২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ