নারায়ণগঞ্জ ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জ আ’ লীগের গর্বের দুর্গের দুর্বলতা স্পষ্ট রিয়াদে প্রবাসী লেখকের ১০ম বইয়ের মোড়ক উন্মোচন সোনারগাঁয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে মহাসড়ক অবরোধ পাইনাদী নতুন মহল্লা সমাজকল্যাণ সংস্থার কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের মহাসড়ক যেন ময়লার ভাগাড়,দূষিত পরিবেশে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় ৮ জন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের অর্থ আত্নসাত করেও অপপ্রচারে লিপ্ত জামান সোনারগাঁ জামপুরে খোকার সন্ত্রাসী হামলায় দলিল লেখক রতন আহত র্যাবের হাতে চাদাঁবাজির টাকাসহ ৬ চাদাঁবাজ গ্রেফতার

আড়াইশতাধিক থ্রি হুইলার ছিনতায়ের পর পিবিআই‘র হাতে ধরা ৬ জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ১৫১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: ব্যাটারি চালিত থ্রি হুইলার ছিনতাই করতে বাড়ির সাহেব দারোয়ান বেস ধারণসহ অভিনব কৌশল গ্রহণ করে তারা।অপহরণ,খুনও করে সঙ্গবদ্ধ চক্রটি। আড়ইশতাধিক গাড়ি ছিনতাই করে হজম করার পর ফতুল্লার আব্দুল কদ্দুছের মিশুক ছিনতাই করে পিবিআই এর হাতে ধরা পড়ে ওই চক্রের মূলহোতাসহ ছয় সদস্য। সন্ধান মিলে চোরাই গাড়ি বিক্রির পাঁচটি গ্যারেজের। গতকাল বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পিবিআই (পুলিশ ব্যুরু অব ইনভেস্টিগেশন) কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মনিরুল ইসলাম এসব তথ্য জানান।
আটকরা হলো- বন্দর থানার ধামগড় ইউনিয়নের চৌরার বাড়ির মৃত আব্দুল সালামের ছেলে সিদ্ধিরগঞ্জ হীরাঝিল এলাকার ভাড়াটিয়া শাহ আলম (৩৮), বরগুনা জেলা সদরের আমতলীর মৃত নূরুল ইসলামের ছেলে হালিম (৪২), পিরোজপুর জেলার কাউখালী থানার জোলাগাতির আব্দুল খালেকের ছেলে মো: শহিদুল (৩২), বরগুনা জেলা সদরের বউঠাকুরানী এলাকার মৃত আব্দুর রবের ছেলে সিদ্ধিরগঞ্জের আদমজীর ভাড়াটিয়া বাদশা (৪৭), সোনারগাঁ থানার আট নম্বর ওয়ার্ড হাতুরাপাড়ার সালাম মিয়ার ছেলে মো: আসলাম (৩০) ও একই থানার তিন নম্বর ওয়ার্ড পেঁচাইন এলাকার মৃত আলী আকবরের ছেলে মো: মনির(৪০)।
পিবিআই পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, চলতি মাসের ছয় তারিখে ফতুল্লার আব্দুল কুদ্দুছকে অজ্ঞান করে তার মিশুক ছিনতাই করে চক্রটি। এঘটনায় ভিকটিমের স্ত্রী রীনা খাতুন থানায় জিডি করেন। থানা পুলিশের পাশাপশি পিবিআই জিডি সূত্র ধরে ছায়া তদন্ত শুরু করে। পিবিআই এসআই মাজহারুল ইসলাম ও শাকিল হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনারগাঁ, আড়াইহাজার, ঢাকা ও নীলফামারী জেলার ডিমলা থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিকটিমের মোবাইল ফোন। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা তিনটি পদ্দতিতে ব্যাটারিত চালিত আটোরিকশা, ইজিবাই ও সিএনজি ছিনতাই করে। ছিনতাই করতে গিয়ে তারা চারককে হত্যাও করে। ছিনাতাইকৃত গাড়ি বিক্রি করার জন্য ৬ টি গ্যারেজের সন্ধানও পেয়েছে পিবিআই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জ আ’ লীগের গর্বের দুর্গের দুর্বলতা স্পষ্ট

আড়াইশতাধিক থ্রি হুইলার ছিনতায়ের পর পিবিআই‘র হাতে ধরা ৬ জন

আপডেট সময় : ০৯:২৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: ব্যাটারি চালিত থ্রি হুইলার ছিনতাই করতে বাড়ির সাহেব দারোয়ান বেস ধারণসহ অভিনব কৌশল গ্রহণ করে তারা।অপহরণ,খুনও করে সঙ্গবদ্ধ চক্রটি। আড়ইশতাধিক গাড়ি ছিনতাই করে হজম করার পর ফতুল্লার আব্দুল কদ্দুছের মিশুক ছিনতাই করে পিবিআই এর হাতে ধরা পড়ে ওই চক্রের মূলহোতাসহ ছয় সদস্য। সন্ধান মিলে চোরাই গাড়ি বিক্রির পাঁচটি গ্যারেজের। গতকাল বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পিবিআই (পুলিশ ব্যুরু অব ইনভেস্টিগেশন) কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মনিরুল ইসলাম এসব তথ্য জানান।
আটকরা হলো- বন্দর থানার ধামগড় ইউনিয়নের চৌরার বাড়ির মৃত আব্দুল সালামের ছেলে সিদ্ধিরগঞ্জ হীরাঝিল এলাকার ভাড়াটিয়া শাহ আলম (৩৮), বরগুনা জেলা সদরের আমতলীর মৃত নূরুল ইসলামের ছেলে হালিম (৪২), পিরোজপুর জেলার কাউখালী থানার জোলাগাতির আব্দুল খালেকের ছেলে মো: শহিদুল (৩২), বরগুনা জেলা সদরের বউঠাকুরানী এলাকার মৃত আব্দুর রবের ছেলে সিদ্ধিরগঞ্জের আদমজীর ভাড়াটিয়া বাদশা (৪৭), সোনারগাঁ থানার আট নম্বর ওয়ার্ড হাতুরাপাড়ার সালাম মিয়ার ছেলে মো: আসলাম (৩০) ও একই থানার তিন নম্বর ওয়ার্ড পেঁচাইন এলাকার মৃত আলী আকবরের ছেলে মো: মনির(৪০)।
পিবিআই পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, চলতি মাসের ছয় তারিখে ফতুল্লার আব্দুল কুদ্দুছকে অজ্ঞান করে তার মিশুক ছিনতাই করে চক্রটি। এঘটনায় ভিকটিমের স্ত্রী রীনা খাতুন থানায় জিডি করেন। থানা পুলিশের পাশাপশি পিবিআই জিডি সূত্র ধরে ছায়া তদন্ত শুরু করে। পিবিআই এসআই মাজহারুল ইসলাম ও শাকিল হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনারগাঁ, আড়াইহাজার, ঢাকা ও নীলফামারী জেলার ডিমলা থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিকটিমের মোবাইল ফোন। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা তিনটি পদ্দতিতে ব্যাটারিত চালিত আটোরিকশা, ইজিবাই ও সিএনজি ছিনতাই করে। ছিনতাই করতে গিয়ে তারা চারককে হত্যাও করে। ছিনাতাইকৃত গাড়ি বিক্রি করার জন্য ৬ টি গ্যারেজের সন্ধানও পেয়েছে পিবিআই।