সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :স্বনামধন্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী মো: কামরুজ্জামান (২০)। ল্যাপটপ ঠিক করে দেওয়ার কথা বলে ভূক্তভোগী এক গ্রাহকের ল্যাপটপে সংরক্ষিত ব্যক্তিগত অপত্তিকর ছবি কৌশলে চুরি করে। ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে শুরু করে ব্ল্যাকমেইলিং। ভূক্তভোগীর কাছে দাবি করে ২ লাখ টাকা চাঁদা। বিকাশে ২০ হাজার টাকা দিলেও পিছু ছাড়েনা কামরুজ্জামান। তার জিম্মিদশা থেকে মুক্ত হতে ভূক্তভোগী লিখিত অভিযোগ করে র্যাবের কাছে। এর ভিত্তিতে গত মঙ্গলবার (৩১ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার করে বিকাশে নেয়া ২০ হাজার টাকা।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লে: কর্ণেল তারভীর মাহমুদ পাশা।
ধৃত কামরুজ্জামান কুড়িগ্রাম জেলার ভুড়ঙ্গমারী থানার সোনাহাট এলাকার মোঃ ফজলুল হকের ছেলে।
র্যাব অধিনায়ক বলেন, ইলেক্ট্রনিক্স ডিভাইস মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সেবাদানকারী যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মচারীদের সচেতন থাকতে হবে। গ্রহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া বে-আইনী ও নীতিবিরুদ্ধ কাজ। একই সঙ্গে গ্রাহকের উচিৎ গুরত্বপূর্ণ কোন তথ্য বা ছবি এমনভাবে ইলেক্ট্রনিক্স গেজেটে সংরক্ষিত না করা। যা সহজেই তা অন্য কেউ হাতিয়ে নিতে পারে।
অপর দিকে একই রাতে ফতুল্লার নন্দলালপুর মেডিকেল রোড খালপাড় এলাকার দ্বীন ইসলামের বাড়ীর পাশ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের এগারো সদস্যকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, দুইটি সুইচ গিয়ার চাকু, তিনটি ছোরা, একটি দা ও চারটি ষ্টীলের পাইপ।
আটকরা হলো- মোঃ স্বাধীন হোসেন ওরফে জয় (২৫), মোঃ সুজন (২৭), মোঃ জোনায়েদ হোসেন (২৭), মোঃ পাপ্পু মিয়া (২৩), মোঃ রানা (২৮), মোঃ শাহিন চৌধুরী (২২), মোঃ নকিবুল ইসলাম ওরফে অনি (২৫), মোঃ হাসান (২৫), মোঃ আরিফুল ইসলাম (২০), মোঃ ফজলে রাব্বি (২১) ও মোঃ নাইম হোসেন নিলয় (২০)।