সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার উদ্দেশ্যই ছিল জাতির অগ্রযাত্রাকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। ১৫ ই আগস্ট বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে এক নৃশংসতম হত্যাকান্ড। রোববার (১৫ আগষ্ট) বিকেলে ট্রাক টার্মিনালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেছেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি মো: দেলোয়ার হোসেন।
বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির উদ্যোগে আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির নেতাকর্মী ও বিভিন্ন পরিবহন শ্রমিক।
দেলোয়ার হোসেন আরো বলেন, স্বাধীনতা বিরোধী চক্র ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই বাঙালির মন থেকে তাঁর নাম মুছে যাবে। কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয়নি। বঙ্গবন্ধু বেঁচে আছে বাঙালির জাতির অন্তরে। জাতির পিতার সোযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নত শিকরে আরোহন করছে। সেই উন্নয়নের ধারা আব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে তাঁর পরিবারের সকল শহীদদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংবাদ শিরোনাম ::
শিমরাইল ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- ৮৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ