সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে দশজন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১১। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের মারধরের হুমকি দিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করার সময় তাদেরকে হাতে নাতে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে চাঁদাবাজির ১৪ হাজার ৪০০ টাকা। রোবাবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান।
আটকরা হলো- মোঃ লিটন হাওলাদার (৩৫), মোঃ আলতাফ হোসেন খোকন (৩০), মোঃ আরিফুল ইসলাম (২৪), মোঃ এরশাদ (৩৫), মোঃ ফয়সাল আহম্মেদ (২৫), মোঃ হযরত আলী (৩০), মোঃ আবুল হাসেম শেখ (৩২), মোঃ জহির (৩৫), মোঃ নূর ইসলাম ওরফে লিসন (২৮) এবও মোঃ রতন (২৮)।