সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার বটতলায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী পাচারকারী দলের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ । গত ৫ জুলাই দুপুর সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১টি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হল মোঃ মতি মিয়া (৫০) মোঃ মাকসুদ উল্লাহ (৪০)মোঃ শাজাহান মিয়া (৩৮) এরা চাদঁপুর ,ঢাকা ও শেরপুর জেলার বাসিন্দা। মোঃ সম্রাট তালুকদার এএসপি জানান, চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।একটি সংঘবদ্ধ চক্র বন্যপ্রাণী তক্ষক দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন কৌশলে উচ্চ মূল্যে বিদেশে পাচার করে থাকে। গ্রেফতারকৃতরা আরো জানায় তারা দীর্ঘ দিন যাবত এই তক্ষক পাচার করে আসছিল। বন্যপ্রাণী পাচার বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।