সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জ আদমজী নতুন বাজার এলাকা হতে ৩ জন চাঁদাবাজ গ্রেফতার করেছে।
গত ২৫ জুন রাত ৮.ঘটিকায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী নতুনবাজার সাকিন¯ হাজিবাড়ী রোড মুক্তিযাদ্ধা মার্কটের সামনে অভিযান পরিচালনা করে ভাসমান দোকান হতে চাঁদাবাজি করার সময় ০৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকত আসামীদর হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১১৮২৫ টাকা এবং চাঁদা আদায়র কাজ ব্যবহত ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আল-আমিন (২৭) মিজানুর রহমান মিজান (২৪)সজিব ভুইয়া (২০) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী নতুন বাজার এলাকায় বাসিন্দা।
সমাট্র তালুকদার এ এস পি জানান, একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী নতুন বাজার হাজিবাড়ী রোড মুক্তিযাদ্ধা মার্কটের সামনে ভাসমান দোকানের মালিকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন কর জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। উপরোক্ত বিষয় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।