অনলাইন ডেস্ক : করোনার নতুন ভেরিয়েন্ট মিলেছে ভারতে। যাকে বলা হচ্ছে ডেল্টা প্লাস সংস্করণ। সাধারণ করোনার চেয়ে যা অনেক বেশি শক্তিশালী। তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী, বলছেন বিজ্ঞানীরা।
সবেমাত্র কমতে শুরু করেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ। ভারতে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের ধারেকাছে চলে এসেছে। তারই মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ভয়ের কথা, তৃতীয় ঢেউয়ে ডেল্টা প্লাস সংস্করণের করোনা সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ চেহারা নিয়েছিল ভারতে। বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন আক্রান্ত হয়েছেন লাখ লাখ মানুষ। হাসপাতালে বেড পাওয়া যায়নি, অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু হয়েছে। ভাইরোলজিস্টরা কেন্দ্রকে জানিয়েছেন, তৃতীয় ঢেউ আরো ভয়ংকর চেহারা নিতে পারে। ফলে গোড়াতেই সতর্ক হওয়া দরকার।
বিজ্ঞানীদের আশঙ্কা ডেল্টা প্লাস ভেরিয়েন্টের করোনা ছড়াতে শুরু করেছে ভারতে। দ্বিতীয় ঢেউয়ে ডেল্টা সংস্করণের করোনা ছড়িয়েছিল। সাধারণ করোনা ভাইরাসের চেয়ে যা অনেক বেশি ছড়ায়। সে কারণেই দ্বিতীয় ঢেউয়ে এত পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছিলেন। বিজ্ঞানীদের বক্তব্য, তৃতীয় ঢেউয়ে আরো শক্তিশালী ডেল্টা ভেরিয়েন্ট ছড়াতে শুরু করেছে। যার নাম দেওয়া হয়েছে ডেল্টা প্লাস। ভারতে এখনো পর্যন্ত এই ভেরিয়েন্টের ২২জন রোগী পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ডেল্টা প্লাস ভেরিয়েন্ট সম্পর্কে এখনো খুব বেশি তথ্য নেই ভাইরোলজিস্টদের কাছে। তবে যে ২২ জনের দেহে ডেল্টা প্লাসের নমুনা মিলেছে, তাদের জিনোম সিকোয়েন্স করে নতুন সংস্করণের বিষয়ে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।