সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ শনিবার (৫জুন)দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর উত্তরপাড়া এলাকা থেকে মোঃ মামুন মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়।তার কুমিল্লার বুড়িচং উপজেলার নয়াকামতা এলাকার মোঃ আব্দুর রহিমের ছেলে।
শনিবার দুপুর সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জ থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এতে বলা হয়েছে, মামুন মিয়া অভিনব কৌশলে ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রয় করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদক মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।