সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককের শিমরাইল মোড় দখল করে যানজটের সৃষ্টি করছে কোমল ও মনজিল মিনিবাস। ট্রাফিক পুলিশকে মাসোয়ারা দিয়ে চলছে তাদের দাপট। এতে করে ভোগান্তির শিকার হচ্ছে সাধারন পথচারী।
বৃহস্পতিবার দুপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চিটাগাংরোডে কোমল ও মনজিল মিনিবাস সড়ক দখল করে যানজট সৃষ্টি করছে। এসব বাসের কোন ধরনের কাগজপত্রও নাই। পুলিশকে ম্যানেজ করে চলছে বছরের পর বছর।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুনিরুজ্জামান বলেন, মহাসড়কে কোন ধরনের যানবাহন সড়ক দখল করে রাখতে পারবেনা। যদি কোন যানবাহন সড়কে অবৈধ ভাবে পার্কিং করে তাহলে সেসব গাড়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এতে করে কাউকে ছাড় দেওয়া হবে না।