সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজি করার সময় ০২ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার ( ৩ জুন )সকাল সাড়ে ১০ টার সময় র্যাব-১১ এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির ১হাজার ৪ শত আশি টাকা উদ্ধার করা হয়। মোঃ কামাল হোসেন (৪২), জেলা-পটুয়াখালী,মোঃ রাকিব হোসেন (২০),জেলা-ময়মনসিংহ।
এ চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক পঞ্চাশ থেকে একশত টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।এদের বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।