নারায়ণগঞ্জ ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজের অপকর্ম ঢাকতে মহানগর ছাত্রদল সভাপতি সাগরের বিরুদ্ধে শামিম ঢালীর মানববন্ধন সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার চাঁদাবাজি, বিচাররের দাবিতে মানববন্ধন রূপগঞ্জের ফকির ফ্যাশন লিঃ শ্রমিকদের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর চাঁদাবাজিকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ আহত-৮ নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতির নাম ভাঙ্গিয়ে শামিম ঢালীর চাঁদাবাজি  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আটককৃত এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু মহানগর বিএনপি সদস্য সচিবের মামলায় ৫৩ জনের নামে, অজ্ঞাত ১৫০ নারায়ণগঞ্জ জেলায় ৫৫টি আগ্নেয়াস্ত্র জমা না করায় অবৈধ ঘোষণা বাংলাদেশের গার্মেন্ট শিল্প সরিয়ে নিতে ষড়যন্ত্র হচ্ছে- বিকেএমইএর সভাপতি নানা আয়োজনে রিয়াদে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জ শহরে আবা‌রো বেপ‌রোয়া মাদক ব্যবসায়ীরা

বি‌শেষ প্রতি‌বেদক: শহর ও শহরতলীর আলোচিত মাদক স্পট হিসেবে একসময় সুপরিচিতি ছিলো ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার, ভুইয়ারবাগ, গলাচিপা ও নন্দীপাড়া এলাকার কয়েকটি মাদক স্পট। এসব স্প‌টে চল‌তো ডিবি পুলিশের ক্রস ফায়ারে নিহত মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীনের নেতৃত্বে মাদকের জমজমাট মাদক ব্যবসা। বন্দুক শাহীন ক্রসফায়া‌রে নিহত হওয়ার পর প্রায় বেশ ক‌য়েক বছর চুপ ছি‌লো তার নিয়ন্ত্রনাধীন মাদক ব‌্যবসায়ীরা। স্থানীয় এলাকাবাসীর প্রতি‌রো‌ধের মু‌খে অ‌নেক মাদক ব‌্যবসায়ীরা এলাকা ছাড়াও হ‌য়ে‌ছি‌লো। তাছাড়া মাদক নির্মূ‌লে পু‌লিশ বা‌হিনীও নিয়‌মিতভা‌বে টহল দি‌তো ওইসব মাদক স্পটগু‌লো‌তে। যার ফ‌লে মাদক ব‌্যবসায়ী‌দের অ‌নেকটাই নির্মূল করা সম্ভব হ‌য়ে‌ছি‌লো।

ত‌বে বর্তমান সম‌য়ে করোনা সংকটে যখন পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করোনা সংকট মোকাবেলায় এক গুচ্ছ মানবিক কাজে ব্যস্ত ঠিক তখনই সু‌যো‌গকে কা‌জে লা‌গি‌য়ে আবা‌রো মাথাচারা দি‌য়ে উ‌ঠে‌ছে চি‌হ্নিত মাদক ব‌্যবসায়ীরা। অ‌নেকটা প্রকা‌শ্যেই ইয়াবা, গাজা ও ফেন‌সি‌ডি‌লের খুল্লামখুল্লা ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। সব‌চে‌য়ে বে‌শি চল‌ছে ইয়াবার রমরমা বা‌নিজ‌্য। আকা‌রে ছোট আর বহ‌নে সহজ হওয়ায় দিনরাত চল‌ছে ইয়াবার বেচা‌কেনা।

সূত্রম‌তে এসব ইয়াবা ব‌্যবসায়‌ীদের ম‌ধ্যে মাসদাইর পাবনা প‌ট্টি এলাকায় পাবেল, ফরহাদ, কসাই শাওন, কসাই সে‌লিম, কসাই রা‌সেল, পোড়া কাকন, স্বপন, লিচুবাগ এলাকায় মাসুদ ওর‌ফে বেঙ্গা মাসুদ, বোয়া‌লিয়া খাল, ভুইয়ারবাগ ও নন্দীপাড়া মাউরা বা‌ড়ির গ‌লি এলাকায় দুলা‌লের ছে‌লে শান্ত, ম‌হেশ, অ‌মিত ওর‌ফে ড‌্যা‌ন্ডি অ‌মিত, নন্দীপাড়া ২২ এর গ‌লিতে বা‌প্পি, গলাচিপা রুপার বাড়ির মোড় হতে চেয়্যারমান বাড়ি ১ ও ২ নাম্বার গলি, মসজিদ গলি, বন্ধুক শাহীনের গলিতে রিপন ওর‌ফে ইট্টু রিপন, মাসুদ ওর‌ফে বুইট্টা মাইচ্ছা, সীমান্ত, কালু, ডাকাত সো‌হেল উ‌ল্লেখ‌যোগ‌্য। এ‌দের প্রত্যেকের না‌মেই র‌য়ে‌ছে ফতুল্লা ও সদর থানায় একা‌ধিক মাদ‌কের মামলা।

অনুসন্ধা‌নে আ‌রো জানা গে‌ছে, নিহত বন্দুক শাহী‌নের অনুগত গলা‌চিপা এলাকার একসময়ের দুর্ধর্ষ মাদক ব‌্যবসায়ী মামুন ওর‌ফে গুরু মামুন এবং না‌সির ওর‌ফে হা‌ন্ড্রেড না‌সির বর্তমা‌নে এলাকা থে‌কে পলাতক থাক‌লেও মূলত এ দুজ‌নের ছত্রছায়‌াতেই উ‌ল্লে‌খিত এলাকাগু‌লো‌তে নতুন ক‌রে আবা‌রো গ‌ড়ে উ‌ঠে‌ছে ইয়াবার রমরমা ব‌্যবসা।

এ‌দি‌কে, এলাকাবাসীরা জা‌নি‌য়ে‌ছেন বন্দুক শাহীন ক্রসফায়‌া‌রে নিহত হবার পর দীর্ঘদিন মাদক ব্যাবসা বন্ধ থাকলেও বেশ কিছুদিন যাবত আবা‌রো শুরু হয়েছে মাদক ব্যাবসা। এতে করে স্থানীয় অভিবাবকগন তাদের সন্তান‌দের নিয়ে আবারও দুঃশ্চিন্তায় পড়েছে। তারা আ‌রো জা‌নি‌য়ে‌ছেন এতদিন যারা এলাকা ছাড়া ছিলো তারা আবার এলাকায় আসছে। এখন আবার তারা মাদক ব্যাবসা চালু করেছে।

এলাকাবাসির দাবী বর্তমা‌নে গলাচিপা, মাসদাইর, নন্দীপাড়া ও এর আ‌শেপা‌শের এলাকাগু‌লোর একটা সুনাম আছে। পুনরায় মাদক ব্যাবসার কারনে তা নষ্ট করতে চান না তারা। আর মাদকের কারনে এলাকার যুব সমাজ যেভাবে নষ্ট হয়েছিলো তার পুনরাবৃত্তি চান না এলাকাবাসি। তাই গলাচিপা ও মাসদাইর বাজারের আশপাশের স্থানীয় বাসিন্দাগন পুনরায় প্রতিষ্ঠিত হওয়া মাদক স্পটগুলো বন্ধে এবং মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারে মাননীয় পুলিশ সুপার ম‌হোদ‌য়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিজের অপকর্ম ঢাকতে মহানগর ছাত্রদল সভাপতি সাগরের বিরুদ্ধে শামিম ঢালীর মানববন্ধন

নারায়ণগঞ্জ শহরে আবা‌রো বেপ‌রোয়া মাদক ব্যবসায়ীরা

আপডেট সময় : ০৩:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১

বি‌শেষ প্রতি‌বেদক: শহর ও শহরতলীর আলোচিত মাদক স্পট হিসেবে একসময় সুপরিচিতি ছিলো ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার, ভুইয়ারবাগ, গলাচিপা ও নন্দীপাড়া এলাকার কয়েকটি মাদক স্পট। এসব স্প‌টে চল‌তো ডিবি পুলিশের ক্রস ফায়ারে নিহত মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীনের নেতৃত্বে মাদকের জমজমাট মাদক ব্যবসা। বন্দুক শাহীন ক্রসফায়া‌রে নিহত হওয়ার পর প্রায় বেশ ক‌য়েক বছর চুপ ছি‌লো তার নিয়ন্ত্রনাধীন মাদক ব‌্যবসায়ীরা। স্থানীয় এলাকাবাসীর প্রতি‌রো‌ধের মু‌খে অ‌নেক মাদক ব‌্যবসায়ীরা এলাকা ছাড়াও হ‌য়ে‌ছি‌লো। তাছাড়া মাদক নির্মূ‌লে পু‌লিশ বা‌হিনীও নিয়‌মিতভা‌বে টহল দি‌তো ওইসব মাদক স্পটগু‌লো‌তে। যার ফ‌লে মাদক ব‌্যবসায়ী‌দের অ‌নেকটাই নির্মূল করা সম্ভব হ‌য়ে‌ছি‌লো।

ত‌বে বর্তমান সম‌য়ে করোনা সংকটে যখন পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করোনা সংকট মোকাবেলায় এক গুচ্ছ মানবিক কাজে ব্যস্ত ঠিক তখনই সু‌যো‌গকে কা‌জে লা‌গি‌য়ে আবা‌রো মাথাচারা দি‌য়ে উ‌ঠে‌ছে চি‌হ্নিত মাদক ব‌্যবসায়ীরা। অ‌নেকটা প্রকা‌শ্যেই ইয়াবা, গাজা ও ফেন‌সি‌ডি‌লের খুল্লামখুল্লা ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। সব‌চে‌য়ে বে‌শি চল‌ছে ইয়াবার রমরমা বা‌নিজ‌্য। আকা‌রে ছোট আর বহ‌নে সহজ হওয়ায় দিনরাত চল‌ছে ইয়াবার বেচা‌কেনা।

সূত্রম‌তে এসব ইয়াবা ব‌্যবসায়‌ীদের ম‌ধ্যে মাসদাইর পাবনা প‌ট্টি এলাকায় পাবেল, ফরহাদ, কসাই শাওন, কসাই সে‌লিম, কসাই রা‌সেল, পোড়া কাকন, স্বপন, লিচুবাগ এলাকায় মাসুদ ওর‌ফে বেঙ্গা মাসুদ, বোয়া‌লিয়া খাল, ভুইয়ারবাগ ও নন্দীপাড়া মাউরা বা‌ড়ির গ‌লি এলাকায় দুলা‌লের ছে‌লে শান্ত, ম‌হেশ, অ‌মিত ওর‌ফে ড‌্যা‌ন্ডি অ‌মিত, নন্দীপাড়া ২২ এর গ‌লিতে বা‌প্পি, গলাচিপা রুপার বাড়ির মোড় হতে চেয়্যারমান বাড়ি ১ ও ২ নাম্বার গলি, মসজিদ গলি, বন্ধুক শাহীনের গলিতে রিপন ওর‌ফে ইট্টু রিপন, মাসুদ ওর‌ফে বুইট্টা মাইচ্ছা, সীমান্ত, কালু, ডাকাত সো‌হেল উ‌ল্লেখ‌যোগ‌্য। এ‌দের প্রত্যেকের না‌মেই র‌য়ে‌ছে ফতুল্লা ও সদর থানায় একা‌ধিক মাদ‌কের মামলা।

অনুসন্ধা‌নে আ‌রো জানা গে‌ছে, নিহত বন্দুক শাহী‌নের অনুগত গলা‌চিপা এলাকার একসময়ের দুর্ধর্ষ মাদক ব‌্যবসায়ী মামুন ওর‌ফে গুরু মামুন এবং না‌সির ওর‌ফে হা‌ন্ড্রেড না‌সির বর্তমা‌নে এলাকা থে‌কে পলাতক থাক‌লেও মূলত এ দুজ‌নের ছত্রছায়‌াতেই উ‌ল্লে‌খিত এলাকাগু‌লো‌তে নতুন ক‌রে আবা‌রো গ‌ড়ে উ‌ঠে‌ছে ইয়াবার রমরমা ব‌্যবসা।

এ‌দি‌কে, এলাকাবাসীরা জা‌নি‌য়ে‌ছেন বন্দুক শাহীন ক্রসফায়‌া‌রে নিহত হবার পর দীর্ঘদিন মাদক ব্যাবসা বন্ধ থাকলেও বেশ কিছুদিন যাবত আবা‌রো শুরু হয়েছে মাদক ব্যাবসা। এতে করে স্থানীয় অভিবাবকগন তাদের সন্তান‌দের নিয়ে আবারও দুঃশ্চিন্তায় পড়েছে। তারা আ‌রো জা‌নি‌য়ে‌ছেন এতদিন যারা এলাকা ছাড়া ছিলো তারা আবার এলাকায় আসছে। এখন আবার তারা মাদক ব্যাবসা চালু করেছে।

এলাকাবাসির দাবী বর্তমা‌নে গলাচিপা, মাসদাইর, নন্দীপাড়া ও এর আ‌শেপা‌শের এলাকাগু‌লোর একটা সুনাম আছে। পুনরায় মাদক ব্যাবসার কারনে তা নষ্ট করতে চান না তারা। আর মাদকের কারনে এলাকার যুব সমাজ যেভাবে নষ্ট হয়েছিলো তার পুনরাবৃত্তি চান না এলাকাবাসি। তাই গলাচিপা ও মাসদাইর বাজারের আশপাশের স্থানীয় বাসিন্দাগন পুনরায় প্রতিষ্ঠিত হওয়া মাদক স্পটগুলো বন্ধে এবং মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারে মাননীয় পুলিশ সুপার ম‌হোদ‌য়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।