নারায়ণগঞ্জ ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজের অপকর্ম ঢাকতে মহানগর ছাত্রদল সভাপতি সাগরের বিরুদ্ধে শামিম ঢালীর মানববন্ধন সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার চাঁদাবাজি, বিচাররের দাবিতে মানববন্ধন রূপগঞ্জের ফকির ফ্যাশন লিঃ শ্রমিকদের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর চাঁদাবাজিকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ আহত-৮ নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতির নাম ভাঙ্গিয়ে শামিম ঢালীর চাঁদাবাজি  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আটককৃত এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু মহানগর বিএনপি সদস্য সচিবের মামলায় ৫৩ জনের নামে, অজ্ঞাত ১৫০ নারায়ণগঞ্জ জেলায় ৫৫টি আগ্নেয়াস্ত্র জমা না করায় অবৈধ ঘোষণা বাংলাদেশের গার্মেন্ট শিল্প সরিয়ে নিতে ষড়যন্ত্র হচ্ছে- বিকেএমইএর সভাপতি নানা আয়োজনে রিয়াদে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিদ্ধিরগঞ্জে সন্তানের বিরুদ্ধে বাবা মায়ের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ১৫০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ   নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার এলাকার বাসিন্দা জাহানারা বেগম ২৫ মে রাতে ভরণপোষণের দায়িত্ব না নেওয়ায় এক বৃদ্ধা তার সন্তান ও পুত্রবধূদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অভিযোগকৃতরা হলেন— বৃদ্ধার মেঝ ছেলে মাহবুব আলম (৪০) ও তার স্ত্রী সায়েমা আক্তার (৩৫) এবং ছোট ছেলে কেরামত আলী (৩৭) ও তার স্ত্রী মুন্নী আক্তার (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহানারা বেগমের স্বামী নূরুল ইসলাম দুই বছর আগে মৃত্যুবরণ করেন। সেই থেকে তার মেঝ ছেলে মাহবুব ও ছোট ছেলে কেরামত আলী এবং তাদের স্ত্রীরা তার ভরণপোষণের দায়িত্ব নিচ্ছেন না।

স্বামী মারা যাওয়ার পর একটি ফার্মেসি রেখে গেছেন। ওই ফার্মেসির ভাড়াও ছেলেরা নিয়ে যান। তিনি খাবার খেতে চাইলে অশালীন ভাষায় কথা বলেন তার সন্তানরা।

পুত্রবধূদের কাছে খাবার চাইলে তারাও বৃদ্ধার সঙ্গে খারাপ আচরণ করেন বলে ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়। বাধ্য হয়ে তিনি গত দুই বছর প্রবাসী বড় ছেলে জাহাঙ্গীরের স্ত্রী ঝর্ণার কদমতলীর বাসায় অবস্থান করে আসছেন।

মঙ্গলবার রাতে ওই দোকানে বৃদ্ধা তালা দিলে তাকে শারীরিক নির্যাতন করে মাহবুব, কেরামত এবং তাদের স্ত্রী সায়েমা ও মুন্নী। পরে বৃদ্ধা এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করতে গেলে সেখানে গিয়েও মাহবুব, কেরামত ও তাদের স্ত্রীরা পুলিশের সামনেই বৃদ্ধা, তার বড় ছেলের স্ত্রী ও বড় ছেলের সন্তানের (নাতি) সঙ্গে অসদাচরণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা বৃদ্ধার পরিবারের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়েছি। তার পরও যদি ভরণপোষণের দায়িত্ব তার সন্তানরা না নেন, তা হলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিজের অপকর্ম ঢাকতে মহানগর ছাত্রদল সভাপতি সাগরের বিরুদ্ধে শামিম ঢালীর মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে সন্তানের বিরুদ্ধে বাবা মায়ের অভিযোগ

আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ   নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার এলাকার বাসিন্দা জাহানারা বেগম ২৫ মে রাতে ভরণপোষণের দায়িত্ব না নেওয়ায় এক বৃদ্ধা তার সন্তান ও পুত্রবধূদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অভিযোগকৃতরা হলেন— বৃদ্ধার মেঝ ছেলে মাহবুব আলম (৪০) ও তার স্ত্রী সায়েমা আক্তার (৩৫) এবং ছোট ছেলে কেরামত আলী (৩৭) ও তার স্ত্রী মুন্নী আক্তার (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহানারা বেগমের স্বামী নূরুল ইসলাম দুই বছর আগে মৃত্যুবরণ করেন। সেই থেকে তার মেঝ ছেলে মাহবুব ও ছোট ছেলে কেরামত আলী এবং তাদের স্ত্রীরা তার ভরণপোষণের দায়িত্ব নিচ্ছেন না।

স্বামী মারা যাওয়ার পর একটি ফার্মেসি রেখে গেছেন। ওই ফার্মেসির ভাড়াও ছেলেরা নিয়ে যান। তিনি খাবার খেতে চাইলে অশালীন ভাষায় কথা বলেন তার সন্তানরা।

পুত্রবধূদের কাছে খাবার চাইলে তারাও বৃদ্ধার সঙ্গে খারাপ আচরণ করেন বলে ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়। বাধ্য হয়ে তিনি গত দুই বছর প্রবাসী বড় ছেলে জাহাঙ্গীরের স্ত্রী ঝর্ণার কদমতলীর বাসায় অবস্থান করে আসছেন।

মঙ্গলবার রাতে ওই দোকানে বৃদ্ধা তালা দিলে তাকে শারীরিক নির্যাতন করে মাহবুব, কেরামত এবং তাদের স্ত্রী সায়েমা ও মুন্নী। পরে বৃদ্ধা এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করতে গেলে সেখানে গিয়েও মাহবুব, কেরামত ও তাদের স্ত্রীরা পুলিশের সামনেই বৃদ্ধা, তার বড় ছেলের স্ত্রী ও বড় ছেলের সন্তানের (নাতি) সঙ্গে অসদাচরণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা বৃদ্ধার পরিবারের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়েছি। তার পরও যদি ভরণপোষণের দায়িত্ব তার সন্তানরা না নেন, তা হলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।