সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুইটি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করেছে র্যাব-১১। এসয় উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দন্ড ও একটি বৈদ্যুতিক তার। গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাবের সিনিয়র সহকারি পুলিশ সুপার প্রণব কুমার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন। তার আগে গত বুধবার দিবাগত রাত পৌনে দুইটায় তাদের আটক করা হয়।
কারা হলো, উজ্জল হোসেন (১৯), মোঃ রনি (১৯), ইমন হোসেন (১৮), কালাম হোসেন (১৯), আলমগীর হোসেন (১৯)। বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করেননি র্যাব।
র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তারা পরস্পর যোগাসাজশে সাধারণ জনগনের সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয়।