নারায়ণগঞ্জ ১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

খেলার মাঠে ভবন নির্মাণ শিক্ষার্থীদের ক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল পাঠানটুলী এলাকায় নারায়নগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে বিরাজ করেছে ক্ষোভ। পর্যাপ্ত পরিত্যাক্ত জায়গা থাকা সত্ত্বেও খেলার মাঠে পাঁচ তলা ভবন নির্মাণ কাজ শুরু হওয়ায় এক্ষোভ দেখা দেয়।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কতৃক কারিগরি স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের অনুমোদনে আট কোটি টাকা ব্যয়ে ২১৫ ফুট দৈর্ঘ্য ও ৫২ ফুট প্রশস্থ পঁাচ তলা একাডেমি কাম-ওয়ার্কসপ ভবন নির্মাণ বাস্তবায়ন কাজ শুরু করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠনটিতে পরিত্যাক্ত ভবন ও জায়গা থকার পরও কতর্ৃপক্ষ খেলার মাঠে এই ভবন নির্মাণ কাজ শুরু করায় শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ দশমিক ৫০ একর জমির উপর ১৯৮৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১ হাজার ২০০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের জন্য একটি খেলার মাঠ করা হয়।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবন নির্মাণের ফাউন্ডেশন করার জন্য মাঠে গর্ত করা হয়েছে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কোন শিক্ষার্থীর উপস্থিতি ছিলনা। তবে এলাকার শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ জানায়, প্রতিষ্ঠানটিতে পরিত্যাক্ত ভবন ও জমি পরে আছে। সেই জমি ব্যবহার না করে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের খেলার মাঠ নষ্ঠ করে ভবন নির্মাণ করার সিদ্ধান্ত বোধগম্য নয়। খেলার মাঠ রক্ষার বিষয়টি সুবিবেচনার দাবি জানান শিক্ষার্থীরা। কতর্ৃপক্ষ বিষয়টি বিবেচনা না করলে আগামী রোববার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান স্থানীয়রা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সেলিম মৃধা বলেন, আমি এ বছরের মার্চে যোগদান করেছি। আমি আসার আগেই এ প্রকল্পের কাজ অনুমোদন হয়। তাদের সিদ্ধান্তের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে আমি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ দরকার বলে মনে করি।

এবিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। খেলার মাঠের ক্ষতি করা হলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

খেলার মাঠে ভবন নির্মাণ শিক্ষার্থীদের ক্ষোভ

আপডেট সময় : ০২:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল পাঠানটুলী এলাকায় নারায়নগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে বিরাজ করেছে ক্ষোভ। পর্যাপ্ত পরিত্যাক্ত জায়গা থাকা সত্ত্বেও খেলার মাঠে পাঁচ তলা ভবন নির্মাণ কাজ শুরু হওয়ায় এক্ষোভ দেখা দেয়।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কতৃক কারিগরি স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের অনুমোদনে আট কোটি টাকা ব্যয়ে ২১৫ ফুট দৈর্ঘ্য ও ৫২ ফুট প্রশস্থ পঁাচ তলা একাডেমি কাম-ওয়ার্কসপ ভবন নির্মাণ বাস্তবায়ন কাজ শুরু করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠনটিতে পরিত্যাক্ত ভবন ও জায়গা থকার পরও কতর্ৃপক্ষ খেলার মাঠে এই ভবন নির্মাণ কাজ শুরু করায় শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ দশমিক ৫০ একর জমির উপর ১৯৮৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১ হাজার ২০০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের জন্য একটি খেলার মাঠ করা হয়।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবন নির্মাণের ফাউন্ডেশন করার জন্য মাঠে গর্ত করা হয়েছে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কোন শিক্ষার্থীর উপস্থিতি ছিলনা। তবে এলাকার শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ জানায়, প্রতিষ্ঠানটিতে পরিত্যাক্ত ভবন ও জমি পরে আছে। সেই জমি ব্যবহার না করে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের খেলার মাঠ নষ্ঠ করে ভবন নির্মাণ করার সিদ্ধান্ত বোধগম্য নয়। খেলার মাঠ রক্ষার বিষয়টি সুবিবেচনার দাবি জানান শিক্ষার্থীরা। কতর্ৃপক্ষ বিষয়টি বিবেচনা না করলে আগামী রোববার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান স্থানীয়রা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সেলিম মৃধা বলেন, আমি এ বছরের মার্চে যোগদান করেছি। আমি আসার আগেই এ প্রকল্পের কাজ অনুমোদন হয়। তাদের সিদ্ধান্তের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে আমি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ দরকার বলে মনে করি।

এবিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। খেলার মাঠের ক্ষতি করা হলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে