ঈদের আগের রাতে স্ত্রী বিবি ফাতেমাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক থাকা স্বামী নূরুল আলম সবুজ (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ই মে শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ।
তিনি জানান, ১৪ই মে শুক্রবার সকালে সানারপাড়ের নিমাইকাশারী এলাকা থেকে বিবি ফাতেমার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী নূরুল আলম সবুজ পলাতক ছিলেন। ওই ঘটনায় নিহতের ছেলে মিলন তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। শনিবার রাতে অভিযান চালিয়ে আসামি নূরুল আলম সবুজকে গ্রেফতার করা হয়েছে।