বিশেষ প্রতিনিধি: ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি সাথে ভোলা জেলা জার্নালিস্ট ফোরাম নবগঠিত কমিটির সকল সদস্যদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ৯মে ২১ইং তারিখে ভোলা জার্নালিস্ট ফোরাম উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদের সভাপতিত্বে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন খন্দকার, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বোরহানউদ্দিন উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাগর চৌধুরী ভোলা জার্নালিস্ট ফোরাম এর নবগঠিত কমিটির সভাপতি নিয়াজ মাহমুদ জয়, সহ সভাপতি এডভোকেট গোলাম কাদের মনসুর,সাধারণ সম্পাদক, মো. হাসনাইন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ইমন,যুগ্ন সম্পাদক এম এ আশারাফ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য উভয়ের মধ্যেকার ভোলার বর্তমান গণমাধ্যমের সাংবাদিকদের বিভিন্ন সফলতা ও ব্যার্থতা দিক বিষয়ক মতবিনিময় হয়। এবং সাংবাদিক সংগঠন ঐক্যেবদ্ধ হয়ে দায়িত্ব নিয়ে একযোগে কাজ করার দিকনির্দেশনা পরামর্শ দেন তিনি। এসময় নবগঠিত জার্নালিস্ট ফোরাম এর সকল সদস্যদের সফলতা কামনা করেন। সংগঠন সহ সাংবাদিকদের যেকোন সমস্যা সমাধানে তিনি সবসময় পাশে থাকার আন্তরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরে জনপ্রিয় দৈনিক আমাদের সংগ্রাম পত্রিকার পরিবারে পক্ষহতে জনাব আলী আজম মুকুল এমপিকে সৌজন্য স্মারক তুলে দেন উক্ত পত্রিকা প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান ফাহাদ সহ অন্যন্য নেতৃবৃন্দরা।