ষ্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ড পাইনাদী নতুম মহল্লার দোয়েল চত্ত্বরসহ এর আশেপাশের বিভিন্ন এলাকায় টাউট মাদবর হিসেবে পরিচিতি লাভ করছে সুমন কবির। মাদকসেবী এই সুমনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। সুমন নামের এই ব্যক্তি স্থানীয় জনপ্রতিনিধির নাম ভাঙিয়ে নানা অপকর্ম এবং সন্ত্রাসী কর্মকান্ড করে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ এলাকাবাসীর।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ নাসিক ১নং ওয়ার্ড পাইনাদী নতুন মহল্লাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সুমন তার প্রভাব বিস্তার করছে। কেউ নতুন ভবন নির্মাণ করলে সুমন চাঁদা দাবি করে। জমি কেনা-বেঁচা করতেও বকশিস হিসেবে চাঁদা প্রদান করতে হয়। এতে কেউ রাজি না হলে স্থানীয় জনপ্রতিনিধির নাম ভাঙিয়ে হুমকি প্রদান এবং ভয়-ভীতি প্রদর্শন করে সুমন কবির। তার শেল্টারে ঐ এলাকায় কিশোর গ্যাং এবং যুবকদের সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। যাদেরকে সুমন তার অপকর্মের শক্তি হিসেবে ব্যবহার করে।
এছাড়া এই গ্যাং সিন্ডিকেট ঐ এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা ধরনের অপকর্ম করে থাকে।