সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : তরুণ সাংবাদিক মনজুর আহমেদ অনিক আর নেই। গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। স্ত্রী, দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অনিক ভারতের ত্রিপুরা রাজ্যের আজকের ফরিয়াদ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি,ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব) এর নির্বাহী কমিটির নব-নির্বাচিত সদস্য,ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের অর্থ সচিব এবং দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
পারিবারিক সূত্র জানায়, রাতে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে তাকে নারায়ণগঞ্জের চাষাড়াস্থ ইসলাম হার্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঞ্জুর আহমেদ অনিক সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি দণি আইলপাড়া এলাকার বাসিন্দা।
শনিবার (৮ মে) সকাল ১১ টায় তার জানাজার নামাজ শেষে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি কবরস্থানে লাশ দাফন করা হয়। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন, বিভিন্ন গনমাধ্যম কর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মানুষ।