এস কে মাসুদ রানাঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ডের মেঘনা ডিপো সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গা থেকে গাছটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী বলেন পরিত্যক্ত জায়গায় গাঁজার গাছটি দেখতে পেয়ে আমরা থানা পুলিশকে অবহিত করেন।
পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার ঘটনাস্থলে গিয়ে গাঁজার গাছটি উদ্ধার করে ধ্বংস করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার বলেন,পরিত্যক্ত জায়গা থেকে গাঁজার গাছটি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। যেহেতু পরিত্যক্ত জায়গা থেকে গাছটি উদ্ধার করা হয়েছে তাই এ ঘটনায় কোনো মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি।