সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁয়ের কাঁপুরের মোমেন বাহিনীন প্রধান ডজন খানের মামলার আসামি সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেন(৩১) ও তার সহযোগী মো: বুলবুল ভূঁইয়াকে(৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাদের কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, দুইশত পিস ইয়াবা ট্যাবলেট, এক লিটার বাংলা মদ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা করা হয়। শুক্রবার দুপুর দুইটার দিকে কাঁপুর ওলামানগর এলাকা থেকে তাতের গ্রেপ্তার করা হয়।
বিকেলে র্যাবের অরিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করে জানান,ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর এলাকায় মাদক ব্যবসা, তেলচুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত শতাধিক দুস্কৃতিকারীদের সমন্বয়ে মোমেন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে যা এলাকায় ‘মোমেন বাহিনী’ নামে পরিচিত। এলাকার মূর্তিমান আতঙ্কের নাম এই ‘মোমেন বাহিনী’। এই বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। টাইগার মোমেন নিজেকে কখনও র্যাব আবার কখনও পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তার অপরাপর সহযোগীদের যোগসাজশে অভিনব কৌশলে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে। হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজনখানেক মামলার আসামী ধূর্ত অপরাধী মোমেনকে ও সহযোগীদের উপর কঠোর গোয়েন্দা নজরদারী রেখে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
সংবাদ শিরোনাম ::
অস্ত্র গুলিসহ কাঁচপুরের টাইগার মোমেন গ্রেপ্তার
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- ১৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস :