সিদ্বিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নির্দেশনা মোতাবেক সিদ্ধিরগঞ্জের বিভিন্ন জায়গায় লকডাউন কার্যকর ও করোনা সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল জব্বারের নেতৃত্বে এ মোবাইল কোর্টটি পরিচালিত হয়। এসময় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন না করায় ৬টি মামলায় ১৪০০ টাকা জরিমানা করা হয়।
একই দিন বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লক ডাউনের মধ্যে সরকার ঘোষিত নিয়ম প্রতিপালন না করে সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেট, ছালেহা সুপার মার্কেট, গোদনাইল ধনকুন্ডা এলাকার কিছু কাপড়ের মার্কেট ও ফার্নিচারের মার্কেট খোলা রাখায় তা বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া, সোনামিয়া মার্কেটের যুগ্ম- সাধারণ সম্পাদককে দোকান বন্ধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন ও লকডাউনের মধ্যে দোকান না খোলার জন্য নির্দেশনা প্রদান করা হয়।