সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি সাবেক আইনমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুল মতিন খসরুর মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বি. চৌধুরী এবং মেজর মান্নান এক যৌথ শোকবাণীতে বলেন, মতিন খসরুর মৃত্যুতে জাতি দেশপ্রেমিক এক বীর মুক্তিযোদ্ধাকে হারালো।
নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।জাহাঙ্গীর আলম সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব।