সিদ্বিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সাইনবাের্ড এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা হরতালে সহিংসতা মামলায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
শুক্রবার রাত দশটা থেকে শনিবার ভাের পর্যন্ত আসামিদের বাসা ও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । শনিবার ( ১০ এপ্রিল ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হল , নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ – সভাপতি কাউছার আহম্মেদ ও হেফাজত কর্মী মােয়াজ্জেম হােসাইন । বিজ্ঞপ্তিতে জানানাে হয় , ওসি মশিউর রহমান ও পরিদর্শক ( তদন্ত ) শরীফ আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয় । শনিবার তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন , গ্রেফতারকৃতদের অজ্ঞাত আসামি হিসেবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযােগে গ্রেফতার করা হয়েছে । আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে । এই পর্যন্ত মােট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে ।