স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে ওসমান পরিবারের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী তেল চোরদের চাঁদাবাজি। থানার র্বামাশীল পদ্মা ডিপো সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট দখলের চেষ্টা চালাচ্ছে এক শ্রেনীর কুচক্রি মহল। ডিপোর ইনচার্জ সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট তুলে দিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করলেও তা টিকিয়ে রাখতে ওসমান পরিবারের নাম ভাঙ্গিয়ে মরিয়া হয়ে উঠেছে কুচক্র মহলটি। গত সোমবার মেঘনা ডিপো সংলগ্ন অবৈধ তেলের গোডাউনে আগুনের ঘটনা ঘটে। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতিসহ ডিপো কর্তৃপক্ষ আতঙ্ক ছিল। কোন রকমে মেঘনা ডিপো রক্ষা পেলেও তাদের মধ্যে অবৈধ দোকানদারদের কারণে আতংক কাটেনি।
এ ব্যাপারে আতঙ্কিত হয়ে মেঘনা ও পদ্মা ডিপো ইনচার্জগন প্রশাসনের বিভিন্ন দপ্তরে ডিপোর রাস্তার দু’পাশ থেকে দোকানপাট ও গোডাউন গুলো উচ্ছেদ করতে লিখিত আবেদন করেছেন। এ আবেদনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কুচক্র মহলটি তার সন্ত্রাসী বাহিনী প্রায়ত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমির ওসমানের নাম ভাঙ্গিয়ে ডিপোর রাস্তার দুই পাশে থাকা অবৈধ তেলের দোকান ও গোডাউন দখল করতে পাঁয়তারা করছে। স্থানীয় এলাকাবাসী কুচক্র মহলটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম শামীম ওসমানসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছে।
এ ব্যাপারে পদ্মা ডিপোর ইনচার্জ শাহাজাহান কবির চৌধুরী বলেন, আমরা অবৈধ চোরাই তেলের গোডাইনে আগুনের আগেও ও পরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ডিপোর রাস্তার দু’পাশে অবৈধ দোকান ও গোডাউন গুলো উচ্ছেদ করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি।