বিশেষ প্রতিনিধি : দৈনিক জনকণ্ঠ সম্পাদক ও বরেণ্য সাংবাদিক আতিকুল্লাহ খান মাসুদের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
সোমবার (২২ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন,সংবাদপত্র প্রকাশনার জগতে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের নাম স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশে একজন গুণী ব্যক্তিত্বের শূন্যতা তৈরি হলো।