সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে রুমা (২৯) নামে এক গৃহবধূ ও আনুমানিক ৫০ বছরের অজ্ঞাত এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) রাতে লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরে আলম জানান, মুজিববাগ মোড় এলাকায় জাকির মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো: খোকন মিয়ার দ্বিতীয় স্ত্রী রুমা রাত আটটার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেছিঁয়ে ফাঁসিতে ঝুলে আতœহত্যা করে। স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্নহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত সত্য জানা যাবে।
অপর দিকে, রাস্তা পারাপারের সময় রাত দশটার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধর।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শ ফয়সাল আহমেদ জানায়, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে দুইজনের লাশ উদ্ধার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- ৮৪ বার পড়া হয়েছে
ট্যাগস :