সিদ্বিরগঞ্জ প্রতিনিধি : অপরাধ দমনে পুলিশের ঢাকা রেঞ্জের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ উদ্যোগের আওতায় ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৬ থানা। জঙ্গিবাদ মোকাবিলা, সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় দূর করাসহ অপরাধ তৎপরতা বন্ধে পুলিশ শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করতে দৃড় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাদক, জঙ্গী, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ ও জরুরী সেবা-৯৯৯, সামাজিক অনুশাসন, পারিবারিক শৃংখলা‘সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম-বার।
সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদে ওসি মশিউর রহমান শুক্রবার (১৯ মার্চ) ঢাকা রেঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় জুম্মা নামাজের খুৎবার পূর্বে এ আলোচনা করেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় জিডি, মামলা, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট কিংবা কোন সেবা নিতে কোন টাকা পয়সা লাগেনা এবং কোন প্রকার ভোগান্তির স্বীকার কেহ হবেনা। কোন অনিয়ম দেখলে অফিসার ইনচার্জ, ক-সার্কেল,সহ জেলার অন্যান্য উর্দ্ধতন অফিসারদের জানানোর জন্য বলা হয়। তিনি পারিবারিক শান্তি শৃংখলা বজায় রাখার জন্য ও সকল অভিভাবকদের বাড়ীতে সময় দেওয়ার জন্য তাগাদা দেন। অভিভাবকদের প্রতি অনুরোধ করে বলেন, মাদক অপরাধ জন্ম দেয়। যার মুখে মাদকের ছোঁয়া লাগে সে অপরাধী হবেই। তাই সন্তানদের খোঁজ খবর রাখার জন্য অনুরোধ জানান।