স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জের সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৯’টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আল-আমিন গার্মেন্টসের সামনে থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আল-আমিন গার্মেন্টসের সামনে রাস্তার উপর একটি লাশ দেখে থানায় সংবাদ দিলে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোকলেচুর রহমান ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী রাস্তার পাশে একজন অজ্ঞাতনামা(৮০) পুরুষের মৃত পড়ে আছে। উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি সড়ক পাড়াপাড়ের সময় চট্টগ্রামগামী অজ্ঞাতনামা বেপরোয়া দ্রুত গতীতে গাড়ী চালিায়ে উক্ত ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় বলে ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়।
মৃত ব্যক্তির গায়ের রং শ্যামলা, পড়নে ছাই কালার পাঞ্জাবী, সাদা আকাশী লুঙ্গি ও গায়ে সাদা শর্ট গেঞ্জি। পাঞ্জাবী ও লুঙ্গি ছিড়া-ফাঁটা অবস্থায় ছিল। মৃত বৃদ্ধার পরিচয় সনাক্তের জন্য মসজিদে ও এলাকায় মাইকিং করা হয়েছে। মৃত বৃদ্ধার পরিচয় না পেয়ে ময়না তদন্তের জন্য মৃত দেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।