সিদ্বিরগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ঐতিহাসিক ৭’ই মার্চ পালিত।
গতকাল রোববার সকাল ১১’টায় স্কুলের অডিটরিয়াম হলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে (চিত্রাঙ্গন, কবিতা আবৃতি ও রচনা) এ দিবসটি পালন করা হয়।
সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সামসুল আলম।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য হাজী ফারুকুল ইসলাম, আব্দুল খালেকসহ স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামিম আহসান ও সহকারী প্রধান শিক্ষিকা দিলরুবা খাতুন ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতি স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক তার বক্তেব্য বলেন, বঙ্গবন্ধুর ৭’ই মার্চের ভাষন পৃথিবীর কালজয়ী ভাষা গুলোতে অন্যতম পরাধীনতার শৃগাল ভেঙ্গে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাপিয়ে পড়তে সেই ভাষন ছিল মূলমন্ত্র।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।