নারায়ণগঞ্জ ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে রাজউকের অভিযানে ক্ষুব্ধ ভবন মালিকরা রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের মজিবুর রহমান সভাপতির দায়িত্ব নিয়েই শিক্ষার মান উন্নয়নের তাগিদ অস্ত্রের লাইসেন্সের আবেদন না করেও অপপ্রচারের শিকার মহিউদ্দিন মোল্লা ! সাংবাদিক শাওনের বাবা ফিরোজ আহমেদ আর নেই রিয়াদে জমকালো আয়োজনে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রিয়াদে প্রিমিয়াম ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত জুন মাসের ১৭ তারিখ কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভবনা রিয়াদে নোভ আল আম্মার ইষ্টাবলিস্ট এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রিয়াদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত রিয়াদে জয়নাল আবেদীন ফারুক

কালাপাহাড়িয়ায় যাত্রামঞ্চে প্রতিপক্ষের হাতে একজন নিহত হওয়ার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুর্গম এলাকা কালাপাহাড়িয়ায় বুধবার দিবাগত রাতে এক যাত্রামঞ্চে মাইকে অতিথির নাম ঘোষণা নিয়ে সংঘর্ষে হারিজ মিয়া (৪৫) নামে একজনকে বুকে ঘুষি মেরে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত হারিজ মিয়া খালিয়ারচর এলাকার আলমাসের ছেলে ।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের খালিয়ারচর গ্রামের বাড়ির পাশের এলাকার অহিদসহ আরও কয়েকজনের তত্ত্বাবধানে রাতে ভিখারীর ছেলে নামে যাত্রাপালার আয়োজন করা হয়। তাতে আশপাশের এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন।

অনুষ্ঠান শুরুর আগে মাইকে বিশেষ অতিথি হিসেবে কালাপাহাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফাইজুল হক ডালিমের নাম ঘোষণা নিয়ে হারিজের সঙ্গে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের লোকজনের বাক-বিতন্ডার ঘটনা ঘটে।

এক পর্যায়ে স্বপনের সমর্থকেরা উত্তেজিত হয়ে হারিজ মিয়ার বুকে ঘুষি মারে। এতে হারিজ মিয়া আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম ডালিম বলেন, খালিয়ারচর এলাকাটিতে অধীকাংশই ধর্মভিরু লোকজনের বসবাস। অন্যান্য এলাকায় ধারাবাহিকভাবে যাত্রানুষ্ঠান হলেও ওই এলাকায় এ আয়োজনে স্থানীয়দের বাঁধা ছিল। আগে থেকেই সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছিল।এর ফলে আড়াইহাজার থানার পুলিশ সংশ্লিষ্টদের অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে বলেছিলেন। কিন্তু তাতে তারা কর্ণপাত করেনি। ব্যাপকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার সময় আমি শেরপুরে ছিলাম। আমাকে জানানো হয়েছে যে, হারিজ মিয়াকে হত্যা করা হয়েছে। ঘটনার সময়কার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবী করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও একই এলাকায় নাটকের আয়োজনে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এক পক্ষ দাবী করছেন এটি হত্যাকান্ড, অপর পক্ষের দাবী এটি ষ্ট্রোক জনিত মৃত্যু। তবে, ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে রাজউকের অভিযানে ক্ষুব্ধ ভবন মালিকরা

কালাপাহাড়িয়ায় যাত্রামঞ্চে প্রতিপক্ষের হাতে একজন নিহত হওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৭:২৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুর্গম এলাকা কালাপাহাড়িয়ায় বুধবার দিবাগত রাতে এক যাত্রামঞ্চে মাইকে অতিথির নাম ঘোষণা নিয়ে সংঘর্ষে হারিজ মিয়া (৪৫) নামে একজনকে বুকে ঘুষি মেরে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত হারিজ মিয়া খালিয়ারচর এলাকার আলমাসের ছেলে ।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের খালিয়ারচর গ্রামের বাড়ির পাশের এলাকার অহিদসহ আরও কয়েকজনের তত্ত্বাবধানে রাতে ভিখারীর ছেলে নামে যাত্রাপালার আয়োজন করা হয়। তাতে আশপাশের এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন।

অনুষ্ঠান শুরুর আগে মাইকে বিশেষ অতিথি হিসেবে কালাপাহাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফাইজুল হক ডালিমের নাম ঘোষণা নিয়ে হারিজের সঙ্গে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের লোকজনের বাক-বিতন্ডার ঘটনা ঘটে।

এক পর্যায়ে স্বপনের সমর্থকেরা উত্তেজিত হয়ে হারিজ মিয়ার বুকে ঘুষি মারে। এতে হারিজ মিয়া আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম ডালিম বলেন, খালিয়ারচর এলাকাটিতে অধীকাংশই ধর্মভিরু লোকজনের বসবাস। অন্যান্য এলাকায় ধারাবাহিকভাবে যাত্রানুষ্ঠান হলেও ওই এলাকায় এ আয়োজনে স্থানীয়দের বাঁধা ছিল। আগে থেকেই সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছিল।এর ফলে আড়াইহাজার থানার পুলিশ সংশ্লিষ্টদের অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে বলেছিলেন। কিন্তু তাতে তারা কর্ণপাত করেনি। ব্যাপকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার সময় আমি শেরপুরে ছিলাম। আমাকে জানানো হয়েছে যে, হারিজ মিয়াকে হত্যা করা হয়েছে। ঘটনার সময়কার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবী করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও একই এলাকায় নাটকের আয়োজনে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এক পক্ষ দাবী করছেন এটি হত্যাকান্ড, অপর পক্ষের দাবী এটি ষ্ট্রোক জনিত মৃত্যু। তবে, ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’