সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :নাসিক নির্বাচনে ৩ নং ওয়ার্ডে ৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। তাদের মধ্যে হেভিয়েট প্রার্থী তিন জন। ভোট যুদ্ধে ৬ জন হলেও লড়াই হবে ত্রিমুখী।
প্রার্থী ৬ জন হলেন, এআর ফররুখ আহমেদ খসরু, শাহজালাল বাদল, তোফায়েল হোসেন, আলমগীর, ইরান হোসাইন ও বাদলের স্ত্রী জুঁতি।
এই ওয়ার্ডে দুইবারের নির্বাচিত কাউন্সিলর শাহজালাল বাদল এবার বিনা প্রতিদ্বদ্ধীতায় নির্বাচিত হওয়ার গুঞ্জন চলছিল। আশাবাদি ছিলেন বাদল নিজেও। তবে সেই আশার আলো নিবিয়ে দিলেন এআর ফররুখ আহমেদ খসরু, তোফায়েল হোসেন, আলমগীর, ইরান ও নিজের স্ত্রী জুঁতি।
স্থানীয়দের মন্তব্য, প্রার্থী ৬ জন হলেও লড়াই হবে তিন জনের মধ্যে। তারা হলেন, এআর ফররুখ আহমেদ খসরু, শাহজালাল বাদল ও তোফায়েল হোসেন। তারা তিনজনই এ ওয়ার্ডের হেভিয়েট প্রার্থী। তবে ৬ প্রার্থীর মধ্যে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন প্রার্থী হলেন খসরু।
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডে ভোট যুদ্ধে ৬ জন
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- ৩৯৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ