নারায়ণগঞ্জ ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নিতাইগঞ্জে গুদামে বিষ্ফোরণে নিহত ১, আহত ১০ পাসপোর্ট দালাল চক্রের ১৪ জন গ্রেপ্তার আড়াইহাজারে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১০ হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদার দাবিতে হামলা সজুকে প্রধান করে  ১০ জনের বিরুদ্ধে মামলা ডিবি পরিচয়ে লুন্টিত ১৯ গরু উদ্ধার ৬ ডাকাত গ্রেপ্তার সাংবাদিক সম্মেলনের ১ বছর পর ছাদ থেকে পরে কাউন্সিলর বাদলের প্রথম স্ত্রীর মৃত্যু কাদিয়ানীদের সালানা জলাস বন্ধের দাবিতে মহসড়কে বিক্ষোভ আড়াইহাজারে সাংবাদিক ফরহাদ পাঠানের ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা

এইচপি কেমিক্যাল ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে, ব্যবহার হয়েছিল রোবট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে এইচপি কেমিক্যাল ফ্যাক্টরিতে লাগা আগুন দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ভুলতা-আড়াইহাজার আঞ্চলিক মহাসড়কের দুপ্তারা তিনগাঁও নামক স্থানে ওই ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ফ্যাক্টরি বন্ধ থাকা অবস্থায় হঠাৎ করে ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে ফোন করলে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, রূপগঞ্জ এবং মাধবদীর ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তারপরও বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। এতে করে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশেপাশের রাস্তাঘাট।

জানা গেছে, ফ্যাক্টরিটি হাইড্রোজেন পার অক্সাইড তৈরির একটি কারখানা হওয়ায় এর ভেতরে শুধু ওই পদার্থ তৈরির সরঞ্জাম ও কেমিক্যাল ভর্তি ছিল। তাই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তবে কারখানার শ্রমিকদের এদিনে বিশেষ ছুটি থাকায় কারখানা শ্রমিক ছিল না বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আড়াইহাজার কেন্দ্রের ইনচার্জ মো. শাহজাহান জানান, আগুনের ভয়াবহতা প্রকট ছিল। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে সাড়ে তিন ঘণ্টা পর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারছেন না। তবে কারখানা কেন ছুটি ছিল তা জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত জানানো যাবে।

তিনি বলেন, আগুন নেভাতে আমরা স্বয়ংক্রিয় রোবটের মাধ্যমে পানি দিয়ে ভেতরে আগুন নিভিয়েছি। কেমিক্যাল হওয়ায় আগুনের তীব্রতা বেশি থাকায় এ রোবট ব্যবহার করা হয়েছে।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে এইচপি কেমিক্যালের কর্মকর্তা রওশন মল্লিক জানান, আমরা প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে লোকজন জড়ো করি এবং বিভিন্ন স্থানে ফোন করে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে অবগত করি। তিনি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ গাউছিয়া থেকে আড়াইহাজার সড়ক বন্ধ করে দিয়েছিল। বিকল্প রাস্তা ব্যবহার করে লোক ও যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। কারখানাটি ইউনিয়ন গ্রুপ দ্বারা পরিচালিত বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পরবর্তীতে তদন্ত করে কোনো অনিয়ম পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এইচপি কেমিক্যাল ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে, ব্যবহার হয়েছিল রোবট

আপডেট সময় : ১১:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে এইচপি কেমিক্যাল ফ্যাক্টরিতে লাগা আগুন দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ভুলতা-আড়াইহাজার আঞ্চলিক মহাসড়কের দুপ্তারা তিনগাঁও নামক স্থানে ওই ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ফ্যাক্টরি বন্ধ থাকা অবস্থায় হঠাৎ করে ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে ফোন করলে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, রূপগঞ্জ এবং মাধবদীর ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তারপরও বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। এতে করে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশেপাশের রাস্তাঘাট।

জানা গেছে, ফ্যাক্টরিটি হাইড্রোজেন পার অক্সাইড তৈরির একটি কারখানা হওয়ায় এর ভেতরে শুধু ওই পদার্থ তৈরির সরঞ্জাম ও কেমিক্যাল ভর্তি ছিল। তাই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তবে কারখানার শ্রমিকদের এদিনে বিশেষ ছুটি থাকায় কারখানা শ্রমিক ছিল না বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আড়াইহাজার কেন্দ্রের ইনচার্জ মো. শাহজাহান জানান, আগুনের ভয়াবহতা প্রকট ছিল। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে সাড়ে তিন ঘণ্টা পর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারছেন না। তবে কারখানা কেন ছুটি ছিল তা জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত জানানো যাবে।

তিনি বলেন, আগুন নেভাতে আমরা স্বয়ংক্রিয় রোবটের মাধ্যমে পানি দিয়ে ভেতরে আগুন নিভিয়েছি। কেমিক্যাল হওয়ায় আগুনের তীব্রতা বেশি থাকায় এ রোবট ব্যবহার করা হয়েছে।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে এইচপি কেমিক্যালের কর্মকর্তা রওশন মল্লিক জানান, আমরা প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে লোকজন জড়ো করি এবং বিভিন্ন স্থানে ফোন করে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে অবগত করি। তিনি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ গাউছিয়া থেকে আড়াইহাজার সড়ক বন্ধ করে দিয়েছিল। বিকল্প রাস্তা ব্যবহার করে লোক ও যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। কারখানাটি ইউনিয়ন গ্রুপ দ্বারা পরিচালিত বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পরবর্তীতে তদন্ত করে কোনো অনিয়ম পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।