সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯ ফোন পেয়ে শুক্রবার বেলা ৩ টায় সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পিছনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে কালো প্যান্ট ও নীল শার্ট রয়েছে। বয়স আনুমানিক ৩০ বছর।
লাশে পঁচন ধরায় পুলিশ তাৎক্ষনিক তার পরিচয় শনাক্ত করতে পারেনি। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ১’শ শয্যা বিশিষ্ট ভিক্টরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, ময়না তদন্তের প্রতিবেদেন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।