সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নগদ টাকা ও মালামালসহ মোবাইল দোকানের মালিক সাইদ আহমেদ খান আকাশ এবং কর্মচারী জুয়েল বেপারীকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুর ১ টার দিকে শিমরাইল এলাকার হাজী বদর উদ্দিন শপিং কমপ্লেক্সের নিচ তলার আকাশ টেলিকম থেকে তাদের তুলে নেয়া হয়।
এ বিষয়ে দোকান মালিক আকাশের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৬ জন লোক দোকানে গিয়ে নগদ ৮ লাখ ২৬ হাজার ৫’শ ২০ টাকা, বিকাশের ১ লাখ ৮৫ হাজার টাকা ও মালামালসহ আনুমানিক ৩০ লাখ টাকা সহ দোকান মালিক সাইদ আহমেদ খান আকাশ ও কর্মচারী জুয়েল বেপারীকে তুলে নিয়ে যায় তারা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে নিখোঁজ দুইজন ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।