স্টাফ রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য (ট্যাক্সেস লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) হাফিজ আহমেদ মুর্শেদ বলেছেন, আয়কর অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে করদাতাদের কোন বৈরিতা থাকবেনা। সারা দেশে পরিচালিত হচ্ছে হয়রানি বিহীন জরিপ কার্যক্রম। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের আমন্ত্রন প্লাজায় কর অঞ্চল নারায়ণগঞ্জ জরিপ কার্যক্রম ২০১৯ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
করদাতাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর অঞ্চল নারায়ণগঞ্জের কর নেট বৃদ্দি ও কাঙ্খিত রাজস্ক আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে, নারায়ণগঞ্জ কর কমিশনার মো: নাজমুল করিম এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানের, স্বাগত বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড এন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: মোরশেদ সারোয়ার সোহেল। উপস্থিত ছিলেন, আইনজীবী, করদাতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে অর্থের যোগানদাতা হচ্ছে করদাতারা। আয়ের একটি অংশ কর দেয়া আমাদের নাগরিক দায়িত্ব। তাই যে সকল ব্যবসায়ীরা এখনো কর এর আওতায় আসেন নাই তাদেরকে করের আওতায় এসে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশিদার হওয়ার আহবান জানান বক্তারা।
অসুষ্ঠানে ৫০ জন করদাতাকে স্পট এ্যাসেসম্যান্ট এর মাধ্যমে মামলা নিস্পত্তি ্র কর আদায় পূর্বক সার্টিফিকেট প্রদান করা হয়।